Kolkata News:'যে সব বহুতল হচ্ছে,তার ১০ শতাংশই পুরসভার প্ল্যান ছাড়া তৈরি হচ্ছেট,মন্তব্য় রঞ্জিত শীলের
ABP Ananda LIVE: 'যে সব বহুতল হচ্ছে, তার দশ শতাংশই পুরসভার প্ল্যান ছাড়া তৈরি হচ্ছে। আর নব্বই শতাংশেও পুরোপুরি প্ল্যান মানা হয় না।' গার্ডেনরিচকাণ্ডের পর পুরসভার ভূমিকা নিয়ে যখন নানামহলে সমালোচনার ঝড় বইছে, তখন এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন, গার্ডেনরিচের তৃণমূলের বরো চেয়ারম্য়ান, রঞ্জিত শীল।