Ghanta Khanek Sange Suman (২৪.১২.২০২৪) পর্ব ২ : CFSL-এর রিপোর্টে তোলপাড়, ডাক্তারদের ধর্না মঞ্চে অভয়ার মা-বাবা | ABP ANANDA LIVE

Continues below advertisement

Ghanta Khanek Sange Suman: বাংলাদেশ করিডর ব্যবহার করে ভারতে অস্ত্রপাচারের ছক পাক জঙ্গিদের? লস্করের নির্দেশেই সীমান্ত রেকি করতে এসেছিল ক্যানিং থেকে ধৃত জাভেদ! মুর্শিদাবাদে ফের গ্রেফতার বাংলাদেশি, মিলল ভুয়ো পরিচয়পত্র! বড়সড় অনুপ্রবেশ-চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। 'আনসারুল্লা বাংলা টিমের প্রধানকে চেয়ে পাঠাক ভারত' । হাসিনার প্রত্যর্পণের দাবির পাল্টা সুর চড়ালেন তথাগত রায়। CFSL-এর রিপোর্টে তোলপাড়, ডাক্তারদের ধর্না মঞ্চে অভয়ার মা-বাবা। ‘ধর্ষণ-খুন, তাও সেমিনার রুমে নেই ধস্তাধস্তির চিহ্ন’, রিপোর্ট CFSL-এর।

আরও খবর...

বড়দিনে মহাকাশে নয়া মাইলফলক গড়ল মানবসভ্যতা। সূর্যের ঠোঁটে কার্যত গাল ছুঁইয়ে বেরিয়ে গেল সৌরযান। এখনও পর্যন্ত যা সম্ভব হয়নি, তা-ই করে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সৌরযান Parker Solar Probe. ৯৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যের পরশ নিয়ে বেরিয়ে গেল সৌরযানটি। (Parker Solar Probe)। রাত পোহালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। আর সেই রাত ১২টা বাজার কয়েক ঘণ্টা আগেই ইতিহাস রচনা করল Parker Solar Probe. আজ পর্যন্ত কোনও মহাকাশযান যা পারেনি, সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছল সেটি। লেলিহান সৌরশিখা স্পর্শ করল তার গাল। (Science News)

গোটা কলকাতা সেজে উঠেছে আলোর মালায়। উৎসবের আলো। ঝলমল করছে পার্ক স্ট্রিট, বো-ব্যারাক থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল ও অন্যান্য চার্চগুলিও। কিন্তু এই উৎসবের আলোর মধ্যে, ধর্মতলার ছবিটা একেবারে আলাদা। সেখানেও আলো জ্বলছে বটে, তবে মশাল। দ্রোহের মশাল। আরজি কর কাণ্ডের পরে কেটে গিয়েছে মাসের পর মাস। এখনও অধরা বিচার। আর তারই প্রতিবাদে আজ ধর্মতলায় জমায়েত হয়েছিলেন অভয়া মঞ্চের সদস্যরা ও চিকিৎসকেরা। হাতে হাত দিয়ে প্রত্যেকেই পালন করলেন দ্রোহের বড়দিন। মোমবাতি হাতে মানববন্ধনও করেন তাঁরা। স্লোগানে স্লোগানে ভরে ওঠা ধর্মতলা যেন অন্য এক বড়দিনের কথা বলে। ঢিল ছোড়া দূরত্বে থাকা পার্ক স্ট্রিট আর ধর্মতলার ছবিটার মধ্যে যেন এদিন কোনও মিলই নেই। মানুষ যখন উৎসবে সামিল হতে পার্ক স্ট্রিটে যাচ্ছেন, তখন ধর্মতলায় এক অন্য ছবি।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram