Ghanta Khanek Sange Suman (৩০.১০.২০২৪) পর্ব ২ : ক্যানিং থেকে রামপুরহাট, 'বাংলার বাড়ি' নিয়ে আজও দিকে-দিকে বিক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযানে জুনিয়র ডাক্তাররা। "৮০ দিন পার, কবে মিলবে বিচার?" প্রশ্ন আন্দোলনকারীদের। এবার কল্যাণীকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৭। জং ধরা কাঁচির পর ভাঙা সিরিঞ্জ! ফের প্রশ্নে SSKM-এর পরিকাঠামো। বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের জের, গোসাবায় তৃণমূলকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ। ক্যানিং থেকে রামপুরহাট, 'বাংলার বাড়ি' নিয়ে আজও দিকে-দিকে বিক্ষোভ। কোথাও পক্ষপাতিত্বে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য, কোথাও বিজেপি করায় বঞ্চনার অভিযোগ।মধ্যমগ্রামে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১, গুরুতর জখম ৩।
আরও খবর..
সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে, তাঁদের রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বিশেষ ধারাও উল্লেখ করা হয়েছে। এই ধারা মোতাবেক সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করছেন কি না, তাঁদের কাছে রাজ্য সরকারের ‘নো অবজেকশন’ সার্টিফিকেট রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।