Ghatal: করোনা আবহে গঙ্গা মেলা বাতিল করল ঘাটাল পুরসভা | Bangla News

Continues below advertisement

গঙ্গাসাগর বা জয়দেব কেঁদুলির মেলা সরকার বন্ধ না করলেও ঘাটাল (Ghatal) পুরসভা বাতিল করল গঙ্গা মেলা। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে ঘাটালে শিলাবতী নদীতে গঙ্গাপুজো হয়। সেইসঙ্গে মেলাও বসে। গতকাল ঘাটাল পুরসভা নোটিস দিয়ে জানায়, এবছর করোনা পরিস্থিতির কারণে গঙ্গাপুজো উপলক্ষে মেলা হবে না। বসতে দেওয়া হবে না দোকানপাটও। শুধু কোভিড বিধি মেনে পুরসভার নজরদারিতে গঙ্গাপুজো হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram