Maheshtala: আবাসনে মরণফাঁদ, ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত বালিকা
Continues below advertisement
মহেশতলায় এক আবাসনের ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত ৮ বছরের বালিকা। স্থানীয় সূত্রে খবর, মহেশতলার ওই আবাসনে এক ফ্ল্যাট মালিকের গতকাল গৃহপ্রবেশ ছিল। তাঁরই মেয়ে সামনের করিডরে খেলছিল। অভিযোগ, সেখানে একটা ফাঁকা জায়গা ঢাকা ছিল প্লাস্টিক ও প্লাইউড দিয়ে। সেই জায়গা দিয়েই পড়ে যায় বালিকা। নীচেও একাধিক জায়গায় পলকা আচ্ছাদন ছিল। তার ওপর গিয়ে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে আজ সকালে আবাসিকরা বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষের কাউকে না পেয়ে অফিস বন্ধ করে দেন আবাসিকরা। আবাসনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আপাতত ২ পক্ষই মহেশতলা থানায় এসেছে।
Continues below advertisement
Tags :
Injured West Bengal Flat Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Maheshtala