Job Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলবে হাজিরা দিলেন গোপাল দলপতি
নিয়োগ দুর্নীতি মামলায় (Job Scam) ইডি (ED) তলবে হাজিরা দিলেন গোপাল দলপতি (Gopal Dalapati)। হাজিরা দিলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। গোপাল দলপতিকে প্রথমে জিজ্ঞাসাবাদের পর বসানো হতে পারে তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মুখোমুখি । গতকাল নিজেই ইডি ফোন করে গোপাল জানান তাঁর বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন।