Gosaba Tiger: ঘেরাটোপ ফাঁকি দিয়ে জায়গা বদল বাঘের, আতঙ্ক গোসাবায় | Bangla News

Continues below advertisement

এবার গোসাবার (Gosaba) পরশমণি গ্রামে ঢুকল বাঘ। গতকাল গোসাবা থানার চরঘেরি গ্রামের কাছে বাঘের (Tiger) পায়ের ছাপ দেখা যায়। মত্‍স্যজীবীরা গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরই হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরকে। গ্রামের জঙ্গলের দিকটি জাল দিয়ে ঘিরে ফেলেন বনদফতরের কর্মীর। কিন্তু তারপরেও জায়গা বদলাল বাঘ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram