Gosaba Tiger: কাজে আসছে না কোনও স্ট্র্যাটেজি, ২টি খাঁচা পাতা হলেও গোসাবায় এখনও অধরা বাঘ | Bangla News

Continues below advertisement

গোসাবার (Gosaba) চার নম্বর মিত্রবাড়ি গ্রামে এখনও বাঘের আতঙ্ক। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) দেখা মিললেও, তাকে কাবু করতে পারল না বন দফতর। গতকাল বিভিন্ন পদ্ধতি অবলম্বর করেও অধরা থেকে যায় বাঘ। বাঘের হানায় আহত হন এক বনরক্ষী। আজ সকাল থেকে চার নম্বর মিত্রবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে তার অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাবে বন দফতর। অন্যদিকে, গতকাল কুমিরমারিতে বাঘনা জঙ্গলের কাছে ঘুমপাড়ানি গুলি ছুড়ে একটি বাঘিনীকে কাবু করে ফেলা হয়। বন দফতর সূত্রে খবর, বাঘিনী সুস্থ রয়েছে। তাকে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram