DA Agitation: কর্মবিরতিতে অনড় কর্মীরা, কবে মিলবে ডিএ ?
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারি সমিতির তরফে এদিন জানানো হয়, তাঁরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে (Agitation) নেমেছেন। তাদের বক্তব্য, বারবার দাবি জানানো সত্বেও সরকার তাঁদের ডিএ (DA) দিচ্ছে না। হুঁশিয়ারি সত্ত্বেও এদিন বকেয়া ডিএ-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে (Govt Office) ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।