DA Protest: যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে একাধিক সরকারি অফিসে কর্মবিরতি পালন হল | ABP Ananda LIVE
বাজেটে ডিএ (DA) ঘোষণা নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে, যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে মঙ্গলবার একাধিক সরকারি অফিসে ২ ঘণ্টার কর্মবিরতি (Strike) পালন হল। সঙ্গে আগামী ১০ তারিখ মঞ্চের ডাকা বনধের সমর্থনে প্রচারও করা হয়। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।