Panchayat Election 2023: পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের

'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের। 'খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার', 'এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ', 'যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক', 'হাইকোর্টের নির্দেশেও বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে', 'প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন', শিলিগুড়িতে বিজেপি-সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠকের পর মন্তব্য রাজ্যপালের। 'যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যাব', 'আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই', মন্তব্য রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসের (CV Anand Bose)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola