Governor CV Ananda Bose: 'জনগণই ক্ষমতা দেয়, ভোলা উচিত নয়', রাজধর্মের বার্তা রাজ্যপালের
Continues below advertisement
বাংলায় ভোট-হিংসার ঘটনার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। তাঁর বার্তা,'মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য। জনগণই আমাদের ক্ষমতা দেয়, এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সাধারণ মানুষের প্রতিই আমরা একমাত্র দায়বদ্ধ। আপনারা জানেন গ্রামীণ এলাকায় কী চলছে। যা হচ্ছে তা সুখকর নয়।' বড়বাজারে বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
Continues below advertisement
Tags :
Elections Panchayat Election Governor WB Panchayat Election 2023 CV Anand Bose Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023