Governor: 'দুষ্কতীরা ওয়াররুম খুলেছে, তাই রাজভবনে পিস রুম', ভোটের আগে সন্ত্রাস,কড়া বার্তা রাজ্যপালের
পশ্চিমবঙ্গে হিংসা কোনও কল্পনা নয়, এটা বাস্তব। কিছু দুষ্কৃতী ওয়ার রুম খুলেছে বলেই তাঁকে পিস রুম খুলতে হয়েছে। আমি বাংলার মানুষের প্রতি পক্ষপাতদুষ্ট। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে এমনটাই বললেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।
Tags :
Raj Bhavan Panchayat Election Governor Panchayat Election 2023 WB Panchayat Election 2023 CV Anand Bose Panchayat Poll 2023 WB Panchayat Election Date Peace Room