Sandeshkhali: 'আমাদের বাঁচান স্যার, আরও অত্যাচার বাড়তে পারে', রাজ্যপালের কাছে কাতর আর্জি সন্দেশখালির মহিলাদের
সন্দেশখালিতে রাজ্যপালের কাছে নিজেদের অভিযোগের কথা জানালেন মহিলারা। একের পর এক মহিলা এসে তাঁদের অভিযোগের কথা রাজ্যপালকে জানালেন। ফুল ছড়িয়ে, শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানানো হয় রাজ্যপালকে। রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দেন সন্দেশখালির মহিলারা। মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন বলে আশ্বাস দিলেন রাজ্যপাল।