CV Ananda Bose : হনুমান জয়ন্তীতে সাধারণের মাঝে রাজ্যপাল, দিলেন পুজো, খেলেন ছাতুর সরবত
Continues below advertisement
হনুমান জয়ন্তীতে ( Hanuman Jayanti ) অশান্তি এড়াতে, কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) নির্দেশে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকায় এভাবেই সকাল থেকে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। আর মঙ্গলবার রিষড়ায় গিয়ে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পর হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে নামলেন রাজ্যপাল (Bengal Governor CV Ananda Bose)। সেদিন রিষড়ায় গিয়ে সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন, শুনেছিলেন তাঁদের আতঙ্কের কথা। আর বৃহস্পতিবারও সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বললেন বাংলার রাজ্যপাল।
Continues below advertisement