Ananta Roy : অনন্ত রায়ের মুখে এবার রাজ্যভাগের ডেডলাইন

Continues below advertisement

গ্রেটার কোচবিহার নেতা অনন্ত রায়ের মুখে এবার রাজ্যভাগের ডেডলাইন। ‘আমার বিশ্বাস, লোকসভা ভোটের আগেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হবে’। আলিপুরদুয়ারে জেলা তৃণমূলের সহ সভাপতির বাড়িতে গিয়ে মন্তব্য অনন্ত রায়ের। ‘আলাদা রাজ্য এখন সময়ের অপেক্ষা’, গতকালই বলেছিলেন অনন্ত রায় । কেন্দ্র সংবিধান মেনে সিদ্ধান্ত নেবে, দাবি বিজেপির। ২০২৪-এর আগে বিজেপিই শেষ হয়ে যাবে, পাল্টা আক্রমণ তৃণমূলের। পশ্চিমবঙ্গকে অস্থির করার রাজনীতি করছে বিজেপি, খোঁচা সিপিএমের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram