CBI : গ্রুপ সি, গ্রুপ ডি-র ২০ জন চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপককে আজ নিজাম প্যালেসে তলব
Continues below advertisement
হাইকোর্টের নির্দেশের পর, SSC নিয়োগ দুর্নীতি মামলায় তত্পর সিবিআই। গ্রুপ সি, গ্রুপ ডি-র ২০ জন চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপককে আজ নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আনতে বলা হয়েছে। চাকরি প্রাপকদের ক্ষেত্রে নিয়োগপত্র, কোনও সুপারিশপত্র থাকলে সেই সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Group-D Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI Nizam Palace ABP Ananda Group C SSC ABP Ananda Bengali News SSC Job Seeker