Haldia: হলদিয়ায় পাইপলাইন থেকে ৮০ টন অপরিশোধিত ভোজ্য তেল চুরির অভিযোগ, তদন্তে পুলিশ
জাহাজ থেকে লম্বা পাইপ লাইন পৌঁছে গেছে কারখানায়। অভিযোগ, এই লাইন দিয়ে অপরিশোধিত ভোজ্য তেল আনার পথেই তার থেকে চুরি হয়েছে। পাইপ লাইন ফুটো করে বের করে নেওয়া হয়েছে ৮০ টন তেল।
হলদিয়ার ভোজ্য তেল প্রস্তুতকারী ‘রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ’-এর এই অভিযোগ ঘিরেই এখন চড়ছে রাজনীতির পারদ। কারখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে হলদিয়া থানার। তাদের অভিযোগ, ৯ নভেম্বর হলদিয়া বন্দরে অপরিশোধিত ভোজ্য তেল আনা হয়। ১১ নভেম্বর দেখা যায়, ৮০ টন তেল কম এসেছে। পরীক্ষা করে দেখা যায়, রানিচক ও চিরঞ্জীবপুরের মধ্যে পাইপলাইনে ফুটো করা হয়েছে।
এদিকে, এই অভিযোগকে কেন্দ্র করে আরএসএস ও তৃণমূলের শ্রমিক সংগঠনের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, তেল চুরির অভিযোগের তদন্ত হচ্ছে। একজন গ্রেফতার হয়েছে। কারখানা কর্তৃপক্ষ যে পরিমাণ তেল চুরির কথা বলেছে সেটা সঠিক কিনা খতিয়ে দেখা হচ্ছে।