Haldia Marriage : পুত্রশোক ভুলে বৌমার বিয়ে দিলেন শ্বশুর। Bangla News
বিদ্যাসাগরের জেলাতে 'ঈশ্বর'সুলভ কাজ করে নজির গড়লেন পেশায় পুলকার চালক নকুল ঘাঁটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনাকে কেবল পুঁথিগত করে না রেখে তা বাস্তব জীবনেও করে দেখালেন তিনি। বিয়ে দিলেন 'বিধবা' বৌমার।
২০২০-এর ২০ অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হলদিয়ার সুতাহাটার বাসিন্দা অর্ণব ঘাঁটির। ছেলের অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ বাবার মনে তখন ছেলের বৌ ও নাতির ভবিষ্যতের চিন্তা। অন্যদিকে, স্বামীর মৃত্যুর পর বৌমা হিসেবে নয়, বরং সন্তানের মতো দায়িত্ব পালন করেন পুত্রবধূ শুভ্রা। তাঁর আগামী দিন যাপনের কথা চিন্তা করে নিজের মেয়ে ভেবেই শুভ্রার ফের বিয়ে দিলেন শ্বশুর নকুলবাবু।
শ্বশুরমশাইকে তাই কৃতজ্ঞতা নয়, মেয়ে হিসেবে বাবার প্রতি প্রণাম জানিয়েছেন বৌমা শুভ্রা। অন্যদিকে, নকুল ঘাঁটি জানান তিনি রামমোহন রায়, বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন। নিয়ম মেনে অতিথি আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়েছিল এই বিয়েতে। নকুলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।