Haldia: হলদিয়ায় পর পর দুর্ঘটনা, আপৎকালীন চিকিৎসা পরিষেবা পেতে ট্রমা কেয়ার সেন্টার চালুর দাবি শ্রমিকদের | Bangla News

Continues below advertisement

হলদিয়ায় (Haldia) একের পর এক কারখানায় দুর্ঘটনা। আপৎকালীন চিকিৎসা পরিষেবা পেতে ট্রমা কেয়ার সেন্টার চালুর দাবি জানালেন শ্রমিকরা। মঙ্গলবার হলদিয়ায় আইওসি কারখানায় (IOC Plant) আগুন লেগে ৩ শ্রমিকের মৃত্যু হয়। এর আগে এইচপিএল (HPL), মিৎসুবিশির কারখানাতেও দুর্ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ট্রমা কেয়ার সেন্টার চালু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৪-য় ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হলেও, পরিকাঠামো না থাকায় এখনও তা চালু করা হয়নি। পিপিপি মডেলের ট্রমা কেয়ার সেন্টার চালু না হওয়ায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বর্তমান সরকার কিছুই কাজ করেনি বলে তাদের দাবি। গেরুয়া শিবিরের দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram