Hanskhali: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছেলের কুকীর্তি ঢাকতে চেয়েছিলেন বাবা, দাবি CBI-এর।Bangla News
ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতেও চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, সমরেন্দ্র গয়ালি প্রভাবশালী। ছেলে ব্রজ কী করেছে তা সব জানতেন তৃণমূল নেতা। ধৃতদের জেরা করে মিলেছে তথ্য, দাবি সিবিআইয়ের। হুমকি দিতে ও ভয় দেখাতে নির্যাতিতার বাড়িতে লোক পাঠান মূল অভিযুক্তের বাবা। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা। খবর সূত্রের। নির্যাতিতা যাতে চিকিত্সা পরিষেবা না পায়, সেই ব্যবস্থাই করেছিলেন ওই তৃণমূল নেতা। শ্মশানে দেহ যাতে দ্রুত সৎকার করে ফেলা হয় এবং নির্যাতিতার পরিবার যাতে পুলিশের দ্বারস্থ না হয়, তার জন্য ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন মূল অভিযুক্তের বাবা সমরেন্দ্র। আদালতে তৃণমূল নেতার আইনজীবী দাবি করেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করেছিলেন তাঁর মক্কেল। এমনকি তৃণমূল নেতার বাড়িতে সর্বক্ষণ পুলিশ ছিল। সিবিআইয়ের পাল্টা দাবি, তৃণমূল নেতার বাড়িতে পুলিশ পোস্টিং তাঁর প্রভাবশালী হওয়ারই প্রমাণ।