Haridebpur: দুই ফিনান্স কোম্পানির মধ্যে গণ্ডগোলের জেরে এই ঘটনা, হরিদেবপুরে আগ্নেয়াস্ত্রকাণ্ডে নয়া তথ্য । Bangla News

Continues below advertisement

হরিদেবপুরে অস্ত্র-বোমা বোঝাই অটো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, দুই ফিনান্স কোম্পানির মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা। এক ফিনান্স কোম্পানির মালিক ভৈরব বসু ও তার সঙ্গী স্বপন মিত্রর সঙ্গে আরেক ফিনান্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাসের ব্যবসায়িক শত্রুতা ছিল। পুলিশের দাবি, বিশ্বজিতকে ফাঁসানোর জন্য ৪১ পল্লি ক্লাবের কাছে তাঁর অটো রাখার জায়গায় বোমা ও অস্ত্র রেখে আসার পরিকল্পনা করে ভৈরব ও স্বপন। এই কাজে তারা বাবলু দলুই ওরফে সোনু ও অজিত দাস নামে আরও দু’ জনকে যুক্ত করে। অজিত দেশি বোমা তৈরিতে পটু। তার কাছ থেকে অস্ত্রও কেনে স্বপন। এরপর বাইকে চড়ে স্বপন ও সোনু বিশ্বজিতের অটোয় ব্যাগভর্তি বোমা-অস্ত্র রেখে আসে বলে পুলিশের দাবি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram