Haridevpur: সময়ে ঋণ মেটাতে না পারায় মহিলাকে 'কুপ্রস্তাব', অভিযুক্ত বেসরকারি ব্যাঙ্কের এক কর্মী | Bangla News

Continues below advertisement

সময়ে ঋণ মেটাতে না পারায় মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর দাবি, ২০১৯-এর মে মাসে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ফ্রিজ কিনতে ১২ হাজার টাকা ও মোবাইল কিনতে ৩০ হাজার টাকা লোন নেন তিনি। ২০২০-র ডিসেম্বর পর্যন্ত ইএমআই দিতে পারলেও করোনা পরিস্থিতিতে ব্যাঙ্ককে তিনি জানান, এখনই পুরো টাকা মেটাতে পারবেন না তিনি। মহিলার অভিযোগ, ২০২১-এর নভেম্বর মাস থেকে ব্যাঙ্কের তরফে কোনও কর্মী প্রথমে তাঁকে ফোনে গালিগালাজ করেন। পরে হোয়াটস্ অ্যাপে তাঁকে কু-প্রস্তাব দেওয়া হয়। ঘটনায় ব্যাঙ্কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram