Headlines 8 August 8PM: কেবিন তৈরি রেখেও শেষপর্যন্ত অনুব্রতকে ফেরাল এসএসকেএম

Continues below advertisement

সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর উল্লেখ। তৃণমূল জেলা সভাপতির নাম করেই টাকা আসত সায়গলের মাধ্যমে, দাবি সিবিআইয়ের। 

দেহরক্ষী সায়গল হোসেনের ফোনেই গরু হাটের মালিকের সঙ্গে কথা হত অনুব্রত মণ্ডলের। চার্জশিটে কল রেকর্ড ডিটেলস দিয়ে দাবি সিবিআইয়ের। 

কেবিন তৈরি রেখেও শেষপর্যন্ত অনুব্রতকে ফেরাল এসএসকেএম। ভর্তির প্রয়োজন নেই, এইমসের সুরে জানাল মেডিক্যাল বোর্ড। 

 

চিকিৎসার কারণ দেখিয়ে গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে হাজির দিলেন না অনুব্রত। ফিরলেন বোলপুরে।  

 

পার্থর পর এবার অনুব্রত। বিদ্রুপ করে এসএসকেএস হাসপাতালেই উঠল স্লোগান। 

 

এইমসের পর জেলেও পার্থকে কটূক্তি। চোর চোর বলে স্লোগান বন্দিদের একাংশের। আর যেন না হয়, ওয়ার্ড মেটদের জানিয়ে দিল জেল কর্তৃপক্ষ। 

এবার নজরে মন্ত্রী-বিধায়ক-সহ ১৯ হেভিওয়েটের সম্পত্তি! হাজার গুণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা। ইডিকে পার্টি করতে নির্দেশ হাইকোর্টের। 

আমাকে শেষ করে ফাঁসিয়ে দিয়েছে, ফেঁসে গেলাম। এমনই বলছেন জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়। দাবি আইনজীবীর। থাকতে হচ্ছে ২০জন কয়েদির সঙ্গে।

তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতার মামলায় কলকাতা পুলিশের নজরে ইডির আধিকারিক। ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ওড়িশায় নোটিস। 

মেধা তালিকায় থাকা সবার চাকরি চাই, শিক্ষামন্ত্রীর কাছে দাবি এসএসসির আন্দোলনকারীদের। আইনি দিক খতিয়ে দেখার কথা বললেন ব্রাত্য।

এবার বিহারেও পালাবদল? বিজেপি-সঙ্গ ছাড়ার জল্পনার মধ্যেই কাল সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে নীতীশ। সমর্থনের ইঙ্গিত কংগ্রেসের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram