Head Lines: 'সংখ্যালঘুরা সঙ্গে আছে', সাগরদিঘি উপনির্বাচনে হার নিয়ে কী ব্যাখ্যা মমতার ?

Continues below advertisement

সংখ্যালঘুরা সঙ্গে, কমেনি ভোট, হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে। সাগরদিঘি উপনির্বাচনে হার নিয়ে কালীঘাটের বৈঠকে বললেন মমতা।
'সংখ্যালঘুরা সঙ্গে আছে'

 সাগরদিঘিতে হার, বলতে উঠলে খলিলুর-আবু তাহেরকে থামালেন মমতা। নির্বাচনে কাজ করনি, অনেকেই অধীর চৌধুরীর যোগাযোগ রেখে চলেছ, বললেন মমতা। খবর সূত্রের।
 

 সাগরদিঘির ভোটের পর বদলি বিডিও, রিটার্নিং অফিসার, ডেপুটি বিএলএলআরও। পঞ্চায়েত ভোটের আগে আরও ৮০ জন ডব্লুবিসিএস অফিসার বদলি। রুটিন বদলি, দাবি প্রশাসনের।
 

 পঞ্চায়েতের আগে পর্যবেক্ষক মডেল ফিরল তৃণমূলে। ফিরহাদ-অরূপ-মলয় থেকে তাপস, বিভিন্ন জেলার দায়িত্বে পুরনো নেতারা। বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। 
 

 কংগ্রেসের বিগ বসের মতো আচরণ মানবে না তৃণমূল। রাহুল যতদিন থাকবেন, ততদিন ক্ষমতায় মোদি, কালীঘাটের বৈঠকে মন্তব্য মমতার, খবর তৃণমূল সূত্রে। 
 

 দুর্নীতিতে জর্জরিত তৃণমূল। বাঁচতে বিজেপির সুরে কংগ্রেসকে নিশানা। খুলে গেল বিরোধী জোটে বিজেপির ট্রোজান হর্সের মুখোশ। পাল্টা কংগ্রেস। 
'তৃণমূলের গলায় বিজেপির সুর'

 তৃতীয় ফ্রন্ট নয়, যে রাজ্যে যে দল শক্তিশালী, কথা তাঁদের সঙ্গে। কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠক, ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে। একলা চলার বার্তা তৃণমূলের।
 

 দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েও অনুব্রত-মানিকের বিরুদ্ধে সিদ্ধান্তে নীরব তৃণমূল কংগ্রেস। 
 

 নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জেল হেফাজত। কুন্তলের ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটির লেনদেন। টাকা  টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টে। দাবি ইডির।
 

 বনি-সোমা প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। নজরে আরও ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী। টাকার উৎসের সদুত্তর দিতে পারেনি কুন্তল, দাবি ইডির।
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram