Kuntal Ghosh: কুন্তলের ৪৪ লক্ষ ও ৫৫ লক্ষ টাকা ফেরত বনি-সোমার
কুন্তল ঘোষের ( Kuntal Ghosh ) কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি সেনগুপ্ত ( Bonny Sengupta ) ও সোমা চক্রবর্তী ( Soma Chakraborty ) । ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল, তার মধ্যে প্রায় ১ কোটি টাকা উদ্ধার করা হল। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গতকাল বনি সেনগুপ্ত ৪৪ লক্ষ টাকা ও সোমা চক্রবর্তী ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট দুটি ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি। কুন্তলের মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।