Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ, সোমবার রাজ্যপালের দায়ের করা মামলার শুনানি

Continues below advertisement

ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ। সোমবার রাজ্যপালের দায়ের করা মামলার শুনানি। মধ্যবর্তী সময়ে মামলা সংক্রান্ত নথি আদান-প্রদানের নির্দেশ হাইকোর্টের।

জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআই-এর হস্তক্ষেপের অভিযোগ।  কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে গেল। ১৩ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। ২০১৮-তে রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার। (Supreme Court)

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। সেখানে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে যায়। আদালত জানায়, রাজ্যের যুক্তির যথেষ্ট বৈধতা রয়েছে। আদালত জানিয়েছে, ২০১৮ সালে রাজ্য সরকার যেখানে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া সেখানে গিয়ে এফআইআর দায়েরের অনুমতি নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেন্দ্রীয় সরকারই সিবিআই-কে পরিচালনা করছে বলে শীর্ষ আদালতে অভিযোগ জানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র সিবিআই-কে নিয়ন্ত্রণ করে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram