Heart Transplant: জটিল অস্ত্রোপচারে হৃৎপিণ্ড প্রতিস্থাপন, প্রাণ বাঁচল আরএন টেগোরে

Continues below advertisement

বছর একান্নর এক ব্যক্তি। পেশায় ছোট ব্যবসায়ী। গড়িয়ার বাসিন্দা ওই ব্যক্তি ভুগছিলেন হার্ট সংক্রান্ত সমস্যায়। End Stage Heart Failure-এ ভুগছিলেন তিনি।  গত ছ মাস ধরে কার্ডিওলজির আউটডোরে দেখাচ্ছিলেন তিনি।  গত কয়েক মাসে বারবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছে তাঁকে। home intravenous medications (milrinone) দেওয়া হচ্ছিল তাঁকে। অসুস্থতার কারণে প্রায় গৃহবন্দি দশা হয়েছিল তাঁর। সাধারণ জীবনযাপন করাটাও তাঁর কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ১৫ মার্চ, তাঁর হৃদপিণ্ড প্রতিস্থাপন (Heart Transplant) হয়। তাঁকে হৃদপিণ্ড দেন ৪৯ বছরের এক ব্যক্তি। পথদুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। ওই ব্যক্তির আত্মীয়রা অঙ্গদানের বিষয়ে সম্মত হলে, একটি বেসরকারি হাসপাতালে হৃদপিণ্ড সংগ্রহ করে আর এন টেগোর হাসপাতালে আনা হয়। তারপর দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার চলে, হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়। সন্ধেয় শেষ হয় অস্ত্রোপচার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram