Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন-কেন্দ্র সংঘাতের আবহে ক্ষুব্ধ হাইকোর্ট
ভোটের বাকি ১০দিন, এখনও বকেয়া কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুধুই টানাপোড়েন! 'শুধু কোর্ট আশ্বস্ত হলে হবে না, মানুষ যাতে ভরসা পাবে এমন কিছু করুন' কিছু করুন, যাতে মানুষ ভরসা পায়, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি'বারবার হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এমন পরিস্থিতি, হস্তক্ষেপ করতেই হচ্ছে''আমরা বিরক্ত, ছোটখাটো সব হিসেব করার জন্য আমরা বসে নেই'কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন-কেন্দ্র সংঘাতের আবহে মন্তব্য ক্ষুব্ধ হাইকোর্টের 'নিজেদের সম্মান-মর্যাদা রক্ষা করতে পদক্ষেপ করুন''এমন পদক্ষেপ করুন, যাতে কমিশনকে ভরসা করতে পারেন মানুষ' 'মনে হচ্ছে বিচারপতিদের সরোজিনী নায়ড়ু সরণিতে স্থানান্তরিত হতে হবে'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাটানিতে বিরক্তি প্রকাশ করে মন্তব্য হাইকোর্টের সরোজিনী নায়ডু সরণিতেই রাজ্য নির্বাচন কমিশনের দফতর
'কোথায়, কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানায়নি রাজ্য নির্বাচন কমিশন'
'বুথে ব্যবহার নাকি, অন্য কাজে পাঠানো হবে, জানায়নি কমিশন'
'শুধু কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তার তালিকা দেওয়া হয়েছে'
রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পরিকল্পনাহীনতার অভিযোগ কেন্দ্রের
'কেন্দ্রীয় বাহিনীর পরিবহণ, থাকার জায়গা নিয়েও মেলেনি মুখ্যসচিবের জবাব'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রের
'কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা দেওয়া হয়েছে, জবাবও দিয়েছে কেন্দ্র'
স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি রাজ্য নির্বাচন কমিশনের
'কেন্দ্রের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করছেন না কেন?'
বৈঠক করে ইতিবাচক সিদ্ধান্ত নিন, বললেন প্রধান বিচারপতি
'সিভিক ভলান্টিয়ারদের ভোটের আইনশৃঙ্খলায় নিযুক্ত করা যাবে না'
'এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন, ৫ দফায় নয়, আরও সহযোগিতা লাগবে'
নির্বাচন কমিশনকে ২০০ শতাংশ সহযোগিতা করুন, রাজ্যকে পরামর্শ হাইকোর্টের
কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাটানিতে বার্তা হাইকোর্টের, সোমবার ফের শুনানি
ঝাড়ুদার পদে কর্মরতকে চতুর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ: শুভেন্দুর আইনজীবী