Calcutta High Court: বিধাননগর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট। ABP Ananda Live
বিধাননগরের (Bidhannagar municipality area) ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে অবিলম্বে জল-বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ হাইকোর্টের। 'বিতর্কিত আবাসনের ২ প্রোমোটার বিধাননগর এলাকায় কোনও নির্মাণ করতে পারবেন না', অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। গার্ডেনরিচের বিপর্যয়ের পরে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আরও কড়া হতে হবে, মন্তব্য বিচারপতির। ১২ এপ্রিলের মধ্যে হাইকোর্টের (Calcutta High Court) রেজিস্ট্রার জেনারেলের কাছে ১ কোটি টাকা জমা দিতে নির্দেশ ২ প্রোমোটারকে। ২ প্রোমোটারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা, নির্দেশ বিচারপতির। ৩০ দিনের মধ্যে বাসিন্দাদের আবাসন খালি করার নির্দেশ দিলেন বিচারপতি। আবাসন খালি হওয়ার পর পুরসভা বাড়ি ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে, নির্দেশ বিচারপতির। ২ প্রোমোটারের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 'কোর্টের অনুমতি ছাড়া ২ প্রোমোটার সম্পত্তি কেনাবেচা বা হস্তান্তর করতে পারবেন না। নির্মাণ যদি বেআইনি হয়, তবে ধুলোয় মিশিয়ে দিতেই হবে', মন্তব্য বিচারপতির।