High Court: 'বিশাল প্রভাব রয়েছে’, শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের
শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে নির্দেশ বিচারপতির। ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে যোগ দেন শান্তা মণ্ডল। ২০১৯ সালে প্রধান শিক্ষিকার পদের জন্য পরীক্ষা দিয়ে পাস করেন। পাস করে বীরপাড়া গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার পদে যোগদান করেন। এক বছর পরেই শিলিগুড়ি অমিয় পাল ইন্সটিটিউটে যোগদানের সুপারিশ পান। শান্তা মণ্ডলকে সুপারিশ করে শিক্ষা দফতর। শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে থাকতে চাই বলে আবেদন জানান শান্তা মণ্ডল। তিন সপ্তাহ আগে শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে যোগ দেন শান্তা মণ্ডল। কলকাতা হাইকোর্টে মামলা করেন শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক। শান্তা মণ্ডলকে শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলে দায়িত্ব সামলাতে বলেন বিচারপতি । ‘বদলির নেপথ্যে বিশাল প্রভাব রয়েছে’, মন্তব্য বিচারপতির। শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতির।