Hilsha Crisis : বাঙালির পাত থেকে ইলিশ উধাও হয়ে যাওয়ার আশঙ্কা । ABP Ananda Live
অবাধে খোকা ইলিশ (Hilsha) ধরা ও খোলা বাজারে বিক্রির অভিযোগ। এর জেরে বাঙালির পাত থেকে ইলিশ উধাও হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মৎস্য় বিশেষজ্ঞরা। খোকা ইলিশ ধরা বন্ধে ব্য়বস্থা নেওয়ার আর্জি জানিয়ে মৎস্য় দফতরে চিঠি দিতে চলেছে হাওড়া (Howrah) হোলসেল ফিশ মার্কেট অ্য়াসোসিয়েশন। যদিও মৎস্য়মন্ত্রীর দাবি, ছোট ইলিশ ধরা রুখতে কঠোর ব্য়বস্থা নেওয়া হচ্ছে।