Headlines : ইডির আইও অপসারিত, শেষ মুহূর্তে বাতিল ট্রেন, বাসেই তৃণমূলের দিল্লি চলো। ABP Ananda Live
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার আইও মিথিলেশ মিশ্রকে সরানোর নির্দেশ হাইকোর্টের। ৩ অক্টোবরের অনুসন্ধান-তদন্ত যাতে ব্যাহত না হয়, ইডি অধিকর্তাকে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। ইডির ভূমিকায় সন্দেহের পর এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার আইও-কেই সরিয়ে দিলেন বিচারপতি সিন্হা। মিথিলেশ মিশ্রের ওপর আস্থা নেই, বাংলায় কোনও তদন্তের দায়িত্ব না দেওয়ার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)।
মঙ্গলবার তলব ইডির, হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । দিল্লির কর্মসূচিতে থাকব, ক্ষমতা থাকলে আটকাও বলে হুঙ্কার। আদালতে চ্যালেঞ্জের প্রসঙ্গ তুললেন বিকাশ।
তৃণমূলের দুর্নীতি থেকে নজর ঘোরানোর ছক, আক্রমণে শমীক। পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যেই কেন ডাক, পাল্টা তৃণমূল। ইডির প্রশ্রয়েই লম্ফঝম্প, কটাক্ষ বিকাশের।
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই-এর বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ। নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ কংগ্রেসের।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। মিলছে না বিশেষ ট্রেন। অগ্রিম নিয়েও ভয় পেয়ে আটকানোর চেষ্টা, আক্রমণে অভিষেক। আবেদনের পদ্ধতিগত ত্রুটি, দাবি রেলের।
শেষমুহূর্তে মিলল না ট্রেন, বাসেই দিল্লি যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। সুরক্ষার জন্য রাজ্যের এলাকায় থাকবে পাইলট কার।