Hiran on Dev: 'সাংসদ অভিনেতা আমার সেক্রেটারিকে মেসেজ করেছেন আই লাভ ইউ'! নাম না করে দেবকে আক্রমণ হিরণের

Continues below advertisement

মঙ্গলবারই কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশ হানা দেয়। সেখানকার কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন শুভেন্দু। এরপর সেদিন রাতেই আবার পুলিশ হানা দেয় ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারের বাড়ি। ঘাটালে বিজেপির হয়ে ভোটে লড়ছেন  হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশ হানা দেয়। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। হিরণের দাবি, এর পাশাপাশি কেশপুরে আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে দেখা যায়, কর্তব্যরত পুলিশ অফিসার প্রার্থীকে বলছেন, প্রতারণা মামলার তদন্ত করতেই এই অভিযান। সেই ভিডিও সামনে এনেছেন হিরণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram