Loksabha Election 2024: ভোটের রাজনীতিতে সাধু-সন্ন্যাসী-মহারাজ! কার লাভ কার ক্ষতি?
সাধু-সংঘাত নিয়ে তোলপাড়ের মধ্যেই কি এবার খানিক ড্যামেজ কন্ট্রোলের (Damage Control) চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? সংরক্ষণ নিয়ে কংগ্রেস-তৃণমূলকে মোদির (Narendra Modi) আক্রমণের জবাব দিলেন মমতা। 'সংরক্ষণ সংবিধান প্রদত্ত, কেউ কাড়বে না', কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। সাধু-সন্ত-সন্ন্যাসীদের নিয়ে মমতার মন্তব্যের সমালোচনার ঝড়। সেই আবহে সংরক্ষণ নিয়ে কংগ্রেস-তৃণমূলকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'মোদি বলছেন, মুসলিমরা এখানে জিতলে তফশিলিদের সংরক্ষণ কেড়ে নেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনও মুসলিম আপনার গায়ে হাত দেবে না। সংরক্ষণ নিয়ে মিথ্যে বলছেন নরেন্দ্র মোদি। সংরক্ষণ সংবিধান প্রদত্ত, কেউ কাড়বে না', সংরক্ষণ নিয়ে মোদির আক্রমণের জবাব মমতার। ১৮ মে গোঘাটের সভা থেকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং ইসকনের সাধু-সন্ত-সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজনীতিতে। প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন খোদ প্রধানমন্ত্রী। গতকালও রাজ্যে প্রচারে এসে এ নিয়ে সরব হন নরেন্দ্র মোদি। (Loksabha Election 2024)