Hollong Bungalow: কীভাবে পুড়ে ছাই বন্ধ হলং বাংলো? দুর্ঘটনা না গাফিলতির জের ? এখনও রহস্য

Continues below advertisement

ABP Ananda LIVE: কীভাবে পুড়ে ছাই বন্ধ হলং বাংলো? এখনও রহস্য। অন্তর্ঘাত নয়, দুর্ঘটনার তত্ত্বেই অনড় বন দফতর। বন দফতরের সঙ্গে সমান্তরাল তদন্তে ফালাকাটা পুলিশ। পুড়ে ছাই হলং বনবাংলো। ২০২৩-এ ফায়ার অডিট, মানা হয়নি অধিকাংশ সুপারিশই। অনুমান দমকল দফতরের। বন দফতরের কর্মীদের ভূমিকাও নজরে

আরও খবর 

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2024) পালন করলেন প্রাক্তন  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  বিজেপি কর্মী সমর্থক এবং প্রাতঃভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে যোগাসন করলেন তিনি। 

রাজভবনেও পালিত হল যোগ দিবস। যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত বিশ্বগুরু হবে বলে মন্তব্য় করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। ভারত আন্তর্জাতিক সংসকৃতির রাজধানী হবে বলেও আশা প্রকাশ করলেন তিনি। প্রতি বছরই একুশ জুন  পালিত হয় বিশ্ব যোগ দিবস। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণা। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখার জন্য যোগাভ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই বছর যোগ দিবস ১৮০ টি দেশে পালিত হচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram