Hollong Bungalow Fire: ঐতিহ্যের হলং বনবাংলোয় কীভাবে আগুন? ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: ঐতিহ্যের হলং বনবাংলোয় কীভাবে আগুন? এখনও রহস্য। '২০২৩-এই ফায়ার অডিট হয়েছিল হলং বনবাংলোর'। 'অনেক কিছুই সুপারিশ করে পাঠানো হয়েছিল বন দফতরে'। মানা হয়নি অধিকাংশ সুপারিশ, প্রাথমিক অনুমান দমকলের: সূত্র। কী ছিল বনবাংলোর কর্মীদের ভূমিকা? খতিয়ে দেখছে দমকল: সূত্রদুর্ঘটনা না অন্তর্ঘাত? তদন্ত শুরু করল বন দফতর । উত্তরবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের কনজারভেটরের নেতৃত্বে তদন্ত।বন দফতরের সঙ্গে সমান্তরাল তদন্ত শুরু করল ফালাকাটা থানার পুলিশ। আগুন লাগানোর অভিযোগে ফালাকাটা থানায় অভিযোগ বন দফতরের। পুড়ে ছাই হলং বনবাংলোয় ঢুকতে গিয়ে বাধার মুখে বিজেপি সাংসদ। ১৫ জুন থেকে বন্ধ, তাই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না: বন দফতর সূত্র।
জেনে নিন আরও খবর।
Continues below advertisement