Hooghly News: জমি বিবাদে 'প্রাণনাশের হুমকি', অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের দিকে

Continues below advertisement

হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। জমি-বিবাদের জেরে এক পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, কয়েকজন প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে। অভিযোগ, বিবাদ মেটাতে দিনকয়েক আগে অভিযোগকারীর বাড়িতে এসে হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। কথা না শুনলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানাও প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগকারীর দাবি। হুমকির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের দাবি,  তিনি বিবাদ মেটাতে গিয়েছিলেন। ক্ষমতায় রয়েছে বলে তৃণমূল এভাবেই হুমকি দিচ্ছে, কটাক্ষ বিজেপির। অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram