Hooghly News: রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসেবে NAAC-এর A+ গ্রেড চন্দননগর গভর্নমেন্ট কলেজের

Continues below advertisement

হুগলির চন্দননগর কলেজের মুকুটে নতুন পালক। রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসেবে NAAC-এর মূল্যায়নে A প্লাস গ্রেড পেল এই শিক্ষাপ্রতিষ্ঠান। সেরা হওয়ার স্বীকৃতির খবরে খুশির হাওয়া অধ্য়াপক থেকে পড়ুয়া সকলের মধ্য়ে। 

ফরাসি উপনিবেশের ইতিহাস থেকে স্বাধীনতা অর্জনের লড়াইয়ের বহু স্মৃতি বুকে আগলে। হুগলি জেলার চন্দননগরে দাঁড়িয়ে আছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ। ঐতিহ্যমণ্ডিত এই শিক্ষা প্রতিষ্ঠান এবার রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসেবে NAAC-এর মূল্যায়নে A প্লাস (A+) গ্রেড পেল। গর্বের এই স্বীকৃতির সাক্ষী রইলেন কলেজ অধ্যক্ষ-সহ পড়ুয়াদের একাংশ। সোমবার. চন্দননগর গভর্নমেন্ট কলেজের সেমিনার হলে কলেজ কর্তৃপক্ষের হাতে সেরার শংসাপত্র তুলে দিল NAAC-এর প্রতিনিধিদল। গত ২৫-২৬ জুন চন্দননগর কলেজে গিয়ে সেখানকার শিক্ষার মান-সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন National Assessment and Accreditation Council-এর মূল্যায়নকারী দলের সদস্যরা ।
চুলচেরা বিশ্লেষণের পর NAAC-এর মূল্যায়নে ৩.৪৬ মান সহ A+ গ্রেড পায় চন্দননগর কলেজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram