Jagaddhatri Puja 2021: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে নো–এন্ট্রি, ভিড় সামলাতে ওয়াচ টাওয়ার-ড্রোন | Bangla News

Continues below advertisement

হুগলির চন্দননগরে (Chandanngar) জগদ্বাত্রী পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। গতকালই চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে এ নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল দুপুর ২টো থেকে ১৫ তারিখ পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি থাকবে। এই সময়ের মধ্যে কেউ অসুস্থ হলে তাঁকে জলপথে পরিবহনের ভাবনা রয়েছে জেলা প্রশাসনের। জগদ্বাত্রী পুজোর ভিড়ের ওপর নজরদারি করতে থাকবে ওয়াচ টাওয়ার, হিডেন ক্যামেরা। ওড়ানো হবে ড্রোনও (Drone)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram