Jagadhatri Puja 2021: ২২৯ বছরে ভদ্রেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো, মাতৃ আরাধনায় জড়িয়ে আবেগ | Bangla News

Continues below advertisement

এবছর ভদ্রেশ্বর তেঁতুলতলার (Bhadreswar Tetultala Jagadhatri Puja) পুজো ২২৯ বছরে পদার্পণ করল। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। এখানকার প্রতিমার অনির্বচনীয় রূপ ও সাজসজ্জা। এবিপি আনন্দের সেরা জগদ্ধাত্রী পুজোর সম্মান পেল ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রীতি এবং এর নেপথ্যে বিভিন্ন কাহিনী। এখানকার দেবী বুড়িমা বলেও পরিচিত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram