Locket Missing Poster: হুগলির সাংসদের নামে নিখোঁজ পোস্টার, তৃণমূলের হাত দেখছে বিজেপি| Bangla News

‘নিখোঁজ লকেট চট্টোপাধ্যায়! (Locket Chatterjee), সন্ধান চাই।’

বিজেপি সাংসদের (BJP MP) নামে এরকমই পোস্টার ছড়িয়ে পড়ল হুগলির (Hooghly) পাণ্ডুয়ায়। বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস চত্বর, তেলিপাড়া মোড়েও দেখা গেছে এই পোস্টার। যদিও কারা পোস্টার দিয়েছে, তার উল্লেখ করা হয়নি। তবে পোস্টার ঘিরে শুরু হয়ে গেছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। লকেটের নামে নিখোঁজ-পোস্টারের নেপথ্যে তৃণমূল, অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, পোস্টার দিয়েছে জনগণ।

লকেট চট্টোপাধ্যায়কে উত্তরাখণ্ডের নির্বাচনের দায়িত্ব দিয়েছে বিজেপি। এদিনও সেখানেই ছিলেন হুগলির সাংসদ।

২০১৯-এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের রত্না দেন নাগকে হারিয়ে সাংসদ হন লকেট। হুগলি লোকসভার সাতটি বিধানসভার মধ্যে একটি পাণ্ডুয়া। সেই পাণ্ডুয়া থেকে এবারের বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন তৃণমূলের রত্না দে নাগ। অন্যদিকে, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অসিত মজুমদারের কাছে হেরে যান লকেট চট্টোপাধ্যায়। এবার তাঁর নামে পড়ল নিখোঁজ পোস্টার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola