Kolkata Municipal Corporation Election: প্রচারের ব্য়স্ততায় খাওয়ার অনিয়ম, ফিট থাকতে মায়ের বানানো খাবারেই ভরসা ৪৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অন্বেষা দাসের | Bangla News
একটা সময় তিনি প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না। তবে বামপন্থী পরিবারের মেয়ে অন্বেষা দাস কলেজ পেরোনোর পর থেকে বাম ছাত্র রাজনীতিতে রীতিমতো সক্রিয়। পড়াশোনা চলছে রাজাবাজার সায়েন্স কলেজে। গবেষণার বিষয় মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ। করোনার সময় রেড ভলান্টিয়ার্স হিসেবে কাজ তাঁর গবেষণাকে যেন বাস্তবমুখী করেছে। ৪৮ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরই ভরসা রেখেছে সিপিএম।
তরুণী বাম প্রার্থী ভরসা রাখেন মায়ের বানানো খাবারে। দুপুরে ভাত খেতেই পছন্দ করেন অন্বেষা। সঙ্গে নানারকম সবজি ভাজা, ডাল, মাছ আর টকদই খান এই বাম প্রার্থী। শেষ পাতে থাকে ফল। দিদির বকাঝকায় ভোটের সময় ফাস্ট ফুড খাওয়া বন্ধ রেখেছেন। তবে ভাজা পেলে ছাড়েন না অন্বেষা।
প্রচারের ব্যস্ততায় দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয়ে যাচ্ছে। রাতেও হচ্ছে অনিয়ম। এর মধ্যেও তরুণ বাম প্রার্থীকে ফিট রাখছে ঘরের খাবার।