Srirampore: আয়কর অফিসার পরিচয় দিয়ে শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে হানা !
Continues below advertisement
ঠিক যেন সিনেমা ! আয়কর অফিসার পরিচয় দিয়ে শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে হানা! নগদ টাকা ও সোনার বার নিয়ে চম্পট। দোকানের মালিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তদন্তে নেমেছে চন্দননগর কমিশনারেট। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিপি।
Continues below advertisement