Hooghly News: জমি দিলেই মিলবে চাকরি ! টোপ দিয়ে কৃষকের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পে জমি দিলেই মিলবে চাকরি! এমনই টোপ দিয়ে কৃষকের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল খানাকুলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, মাস তিনেক আগে এক ভাগচাষির জমি নিজের নামে লিখিয়ে নেন শাসক নেতা। প্রতারিত হয়েছেন বুঝে খানাকুল থানা ও হুগলি গ্রামীণের পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন ওই কৃষক অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, জমি কিনেছিলেন টাকার বিনিময়ে, টাকা নেওয়ার ভিডিও রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পের জন্যই জমি কিনেছিলেন বলে দাবি অভিযুক্ত শাসক-নেতা অস্বস্তিতে পড়ে তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের।

আরও খবর...

এ বার আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয়। একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। ‘এক দেশ, এক ভোট’ বিলে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বিলের মাধ্যমে বুলডোজার চালাতে চাইছে কেন্দ্র। বাংলা কখনও দিল্লির স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করবে না। সমাজ মাধ্যমে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ, ফের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজয় গুকেশের। ভারতের আঠারোর স্পর্ধায় গুঁড়িয়ে গেল চিনের প্রাচীর। গতবারের চিনা বিশ্বজয়ীকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ছিনিয়ে নিলেন ডি গুকেশ। গতবারের বিশ্বজয়ী ডিং লিরেনকে হারালেন ৭.৫ - ৬.৫-এ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola