Hooghly News : শাসক দলের বিধায়কের হুমকি, ইনসাফ যাত্রার তোরণ সরালেন বাম কর্মীরা। ABP Ananda Live
বামেদের ইনসাফ যাত্রা কর্মসূচিতে তাঁর দাপট দেখালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তৃণমূলের তোরণের সামনে বসানো হয়েছিল DYFI-এর তোরণ। শাসক দলের বিধায়ক ঘটনাস্থলে গিয়ে হুমকি দিতেই তোরণ সরিয়ে দেন বাম কর্মীরা।