Russia Ukraine Conflict: 'কার্ফুর সময়ে ভারতীয় পতাকা হাতে পৌঁছন লিভে', বাড়ি ফিরেও আতঙ্কে সিঙ্গুরের রাজলক্ষ্মী ।Bangla News
ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা রাজলক্ষ্মী চক্রবর্তী। কিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। যুদ্ধ শুরু হওয়ার পর আশ্রয় নেন বাঙ্কারে। পরিস্থিতি খারাপ হওয়ায় ভারতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়েন নিজেদের উদ্যোগেই। কার্ফু চলায় তাঁদের আটকায় ইউক্রেনীয় সেনা। ভারত সরকারের অনুমতিপত্র দেখিয়ে কোনওমতে পৌঁছন লিভ শহরে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছন চোপা সীমান্তে। হাঙ্গেরিতে এসে দেখা মেলে ভারতীয় দূতাবাস কর্মীদের। সেখান থেকে অবশেষে বাড়ি ফেরা।
অন্যদিকে যুদ্ধ-বিপর্যস্ত খারকিভে কাটিয়েছেন বেশ কয়েকটা দিন। অবশেষে আজ সকালে বাড়ি ফিরলেন বাঁকুড়া শহরের প্রণবানন্দ পল্লির বাসিন্দা সৌমাল্য মুখোপাধ্যায়। খারাজিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটির MBBS-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া। যুদ্ধ শুরু হওয়ার দিন থেকেই বাকি ভারতীয় পড়ুয়াদের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন সৌমাল্য। ১ ফেব্রুয়ারি বেরিয়ে প্রায় ১০ কিলোমিটার হেঁটে খারকিভ স্টেশনে পৌঁছন। সেখান থেকে ট্রেনে চড়ে ১৩০০ কিলোমিটার দূরে লিভ শহরে পৌঁছন। সেখান থেকে পোল্যান্ড হয়ে দেশে ফেরা।