Hot weather: বর্ষার লেট রানে কপাল পুড়েছে বাংলার, মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য
Continues below advertisement
বর্ষার লেট রানে কপাল পুড়েছে বাংলার (Bangla)। মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। জ্যৈষ্ঠের গনগনে রোদের সঙ্গে প্য়াচপেচে ঘাম বাড়িয়ে তুলেছে অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও লক্ষণ নেই। চল্লিশ ছুঁইছুঁই পারদ। পাহাড় সংলগ্ন বাগডোগরার তাপমাত্রা কলকাতার থেকে বেশি। সপ্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম, লু বইবে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। তাই জ্যৈষ্ঠের জ্বালাপোড়া গরম আর প্যাচপেচে ঘামের থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর।
Continues below advertisement