RG Kar Medical College: কীভাবে করা হয় পলিগ্রাফ টেস্ট? কী বলছেন বিশেষজ্ঞরা! ABP Ananda Live

ABP Ananda Live:  আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ৪ জন চিকিৎসক - সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, কীভাবে করা হয় এই পলিগ্রাফ টেস্ট? কী বলছেন বিশেষজ্ঞরা। 

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় এখনও বহু প্রশ্নের উত্তর মিলছে না। লাগাতার জেরা করা হয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে CBI. কিন্তু, কে কতটা সত্যি বলছেন? তা যাচাইয়ে শনিবার ধৃত সঞ্জয় রায়, সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ৪ জন চিকিৎসক - সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হল। 

কীভাবে হয় এই পলিগ্রাফ টেস্ট? বিশেষজ্ঞরা বলছেন, পলিগ্রাফ টেস্টের শুরুতেই কিন্তু কঠিন প্রশ্ন করা হয় না। খুব সাধারণ প্রশ্ন অর্থাৎ নাম, কোথায় বাড়ি, এই ধরনের কিছু প্রশ্ন করা হয়। যার উত্তর সকলের জানা। অর্থাৎ মিথ্য়ে বলার অবকাশ নেই। এই প্রশ্ন করে শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের স্বাভাবিক কাজ কর্মের ভিত্তির পরিমাপ নেওয়া হয়। এরপরই একে একে কঠিন প্রশ্ন করা হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola