Arvind Kejriwal: 'জুমলাবাজি করে কতদিন চলবে, মানুষ অত্যন্ত ক্ষুব্ধ', মোদি সরকারকে নিশানা কেজরিওয়ালের | ABP Ananda LIVE

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার পরিকল্পনা বিজেপির, কেজরিওয়ালের মন্তব্যে তোলপাড় । 'বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতিতে জর্জরিত গোটা দেশ' । 'জুমলাবাজি করে কতদিন চলবে, মানুষ অত্যন্ত ক্ষুব্ধ' । 'যত আঞ্চলিক দলের নেতা আছে, তাঁদের জেলে ভরার পরিকল্পনা করেছে' । 'আঞ্চলিক দলের নেতারা জেলবন্দি থাকলে প্রচার করতে পারবে না' । 'বিজেপি ভাবছে সেই সুযোগ কাজে লাগিয়ে ভোটে জিতে যাবে' । 'আমাকে জেলে ভরার পরিকল্পনা করেছে' । 'শুধু আমাকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার পরিকল্পনা করেছে' । 'মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরতে পারলে পশ্চিমবঙ্গে বিজেপির পথ পরিষ্কার হয়ে যাবে' । 'তেজস্বী যাদবকেও জেলে ভরার পরিকল্পনা করে রেখেছে'
'তেজস্বীকে জেলে ঢোকাতে পারলে বিহারেও বেরিয়ে যাবে' । 'হেমন্ত সোরেনকে জেলে ভরতে পারলে ওখানেও বেরিয়ে যাবে ভাবছে বিজেপি' । মোদি সরকারকে নিশানা করে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram